Wednesday 30 September 2015

তড়িৎ চুম্বকীয় বর্ণালীর উপর আলোচনা ও সাজেশান

বিষয়ঃ বর্ণালীমিতি(Spectroscopy)
প্রঃ স্পেক্ট্রোসকপি-কে বিশ্লেষণ কর।
উঃ Spectroscopy = Spectrum + Scope
[Spectrum = Appearance(বর্ণালী) এবং Scope = to See (দেখা)
প্রঃ তড়িৎ চুম্বক বর্ণালী(Electromagnetic Spectrum) কী?
উঃ তড়িৎ চুম্বক বর্ণালী হচ্ছে আলোক রশ্মি যাহা কোন মাধ্যম ব্যতীত তরঙ্গ আকারে বিকিরিত হয়। এখানে তরঙ্গ হবে লম্বিক তরঙ্গ। তরঙ্গের যেমন কম্পাংক, দৈর্ঘ্য থাকে তেমনি আলোক রশ্মিরও কম্পাংক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা থাকে।

প্রশ্নঃ তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাংক ও তরঙ্গ সংখ্যার একক লিখ।
উঃ তরঙ্গ দৈর্ঘ্য = সেমি(cm)/ন্যানোমিটার(nm)/মিটার(m)/অ্যাংস্ট্রম(A)
      কম্পাংক = পার সেমি(cm-1)/হার্জ;     তরঙ্গ সংখ্যা = পার সেমি(cm-1)

প্রশ্নঃ তড়িৎ চুম্বক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য লিখ।
উঃ মহাজাগতিক রশ্মিঃ < 0.00005 nm;   গামা রশ্মিঃ 0.00005 nm - 0.15 nm              এক্স-রে রশ্মিঃ 0.01nm - 10 nm
অতিবেগুনি রশ্মিঃ 10 nm - 380 nm   দৃশ্যমান আলোক রশ্মিঃ  380nm - 780 nm          অবলোহিত আলোক রশ্মিঃ 780 nm - 10(6) nm
মাইক্রোওয়েভ রশ্মিঃ  10(6) nm - 3x10(8)  রেডিও ও টেলিভিশন রশ্মিঃ 3x10(8) nm - 10(10)nm
[মনে রাখার কৌশলঃ মহাজগতের গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবহেলিত করেছে রেডিও টেলিভিশন। ]

প্রশ্নঃ 1. পার্টিক্যাল ধারনা  মতে শক্তি ও কম্পাংকের মধ্যে সম্পর্ক লিখ।  2. তরঙ্গ ধারনা মতে শক্তি ও তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক লিখ।
উঃ    1. E = hv           2. E = (ch)/ল্যামডা

প্রশ্নঃ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য লিখ।
বেগুনি (380-424 nm); নীল (425nm-450nm); আসমানী (451nm-500nm); সবুজ(501nm-575nm); হলুদ(576nm-590nm); কমলা(591nm-647nm); লাল(648nm-780nm)

প্রঃ তরঙ্গ দৈর্ঘ্যর বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক লিখ।
উঃ  1 m = 100 cm = 10(6) micrometer = 10(9) nanometer(nm) = 10(12) pm = 10(10) A(0)
[ব্রাকেটের মধ্যে সংখ্যাগুলো পাওয়ার হিসাবে ধরতে হবে।]
সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে পরিণত করার সময় 10(7) দ্বারা গুন করতে হবে।
মিটার থেকে ন্যানোমিটারে পরিণত করার সময় 10(9) দ্বারা গুন করতে হবে।
ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রমে গেলে 10 দ্বারা গুন করতে হবে।
মিটার থেকে মাইক্রোমিটারে গেলে 10(6) দ্বারা গুন করতে হয়।
উপরের আলোচনা থেকে এখন পর্যন্ত যে প্রশ্ন এসেছে তা নিম্নে দেয়া হলো-
1. ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? [Medical:2014-15]
A. 380 nm - 780nm B. 1000 micrometer - 100 cm C. 0.78 micrometer -1000 micrometer D. 0.0005 nm - 0.10 nm
2. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? [IU: 2008-09]
A. 647nm-700nm B. 350-500nm C. 640-850nm D. 700-500nm
3. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যর পরিসর-[SUST:2007-08]
A. 3.9x10(-7)m - 7.8x10(-7)m B. 3.9x10(-8)m - 7.8x10(-8)m C. 3.9x10(-10)m - 7.8x10(-10)m D. none of above
4. অতিবেগুনি ও অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে-  [RU:2008-09; KU: 2012-13]
A. < 4000A(0) & > 7000 A(0) B. 2.2x10(6) A(0) C. 500A(0) & > 650A^0 D. none
5. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ কত? [RU: 2007-08, ]
A. 100-300nm B. 300-360nm C. 380-700nm D. 200-300nm
6. নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? [DU: 2014-15]
A. X-ray  B. UV     C. gama-ray D. Infra-red

আমার সাজেশান:
উপরের প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে শুধুমাত্র বিভিন্ন তড়িৎ চুম্বকীয় রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করতে পারলেই এই অংশ থেকে পড়া শেষ। বিশ্বাস করে একক সহ বিভিন্ন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এখনই মুখস্থ কর।

No comments:

Post a Comment